Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

পটচিত্র

লোকশিল্পের অন্যতম প্রধান আকর্ষণীয় মাধ্যম হচ্ছে পটচিত্র। এর উৎস বহুপ্রাচীন। সম্ভবত ৮ম শতাব্দীতে পাল শাসনামলে এ শিল্পের প্রসার ঘটে। পটুয়াগণ যে, কাপড়ের উপর পটচিত্র আঁকতেন তা দৈর্ঘ্যে ১২ থেকে ১৬ ফুট এবং প্রস্থে ৬ ইঞ্চি থেকে ৩ ফুট হয়ে থাকে। পটচিত্র একসময়ে গ্রামীণ আনন্দ উৎসবের উপকরণ ছিল। কারণ পটুয়াগণ গান গেয়ে পটে আঁকা ছবির কাহিনি বর্ণনা করতেন। এই সকল কাহিনির মূল বিষয়গুলো লৌকিক যেমন, গাজীকালু, মররম, কৃষ্ণলীলা, বেহুলা লক্ষীন্দর ইত্যাদি। পটচিত্রের সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেখা যায় বাংলাদেশের খুলনা, ময়মনসিংহ, বিক্রমপুর এবং ভারতের বীরভূম, ২৪ পরগণা, মেদিনীপুর, হুগলী ও মুর্শিদাবাদে। বাংলাদেশের বিক্রমপুরের পটুয়া সম্ভু আচার্যের অংকিত গাজীরপট একটি অনবদ্য নিদর্শন।